বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ: ৫ জন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ট্রাক থামিয়ে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার শিবগঞ্জ থানার এসআই মন্তাজ বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন।

বুধবার রাতে উপজেলার রহবল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনায় আগুনে চালক আরিফুল ইসলাম (২৬) দগ্ধ হন।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, এজাহারনামীয় পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ট্রাকচালক আরিফুল ইসলাম বগুড়া সদরের গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বুধবার রাতে গরু আনতে ট্রাক নিয়ে রংপুরের শঠিবাড়ি হাটে যাচ্ছিলেন। ওই গরু নিয়ে তার ঢাকার গাবতলীর হাটে যাওয়ার কথা ছিল। রাত পৌনে ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছালে ৩-৪ জন মুখোশধারী ট্রাক থামাতে বাধ্য করে। তারা পেট্রোল বোমা ছুড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারালে ট্রাক মহাসড়ক থেকে জমিতে নেমে যায়। দ্রæত ট্রাকের জানালা দিয়ে নামতে গিয়ে চালক আরিফুল ইসলাম দগ্ধ হন। তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ এবং রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ওসি জানান, ট্রাকচালক বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত বিএনপির ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার পাঁচ জনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।