সিলেটে ২৩ বস্তা ভারতীয় চা উদ্ধার

ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা ২৩ বস্তা ভারতীয় চা পাতা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কানাইঘাটের সুরইঘাট এলাকায় এ অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে চোরাইপথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা একটি পিকআপ ভ্যানে করে সিলেটে নেওয়া হচ্ছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে সীমান্তের সুরইঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ পিকআপটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে চেকপোস্টের আগেই গাড়িটি রেখে চালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, ভারতীয় চা পাতা  উদ্ধারের ঘটনায় থানায় মামলা হবে। সেই সঙ্গে চোরাকারবারের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।