লাইনচ্যুত ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেন ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন।

এর আগে দুপুর দেড়টায় চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ছয় ঘণ্টা পর রিলিফ ট্রেনে এসে বগি উদ্ধার করে কুমিল্লার লাকসাম নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

বড়তাকিয়ার রেল স্টেশন মাস্টার মো. শামসুদ্দৌহা বলেন, ‘নিজামপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।’