আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে দাবি করা হয়েছে, সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদের নিয়ে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে, শরীফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী স্কুল মাঠে এবং তুলশীর চর ইউনিয়নের টিকরাকান্দি মাঠে বিশাল গাড়িবহর নিয়ে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলীয় সভার নামে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন। আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনি আচরণবিধির বিষয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচরণবিধি ভঙ্গের কোনও কিছু হচ্ছে না।’

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান বলেন, ‘আমি অভিযোগের বিষয় জেনেছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’