ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে ফেনী জেলা সিনিয়র সহকারী জজ এবং ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এ আদেশ দেন।
আদেশে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে সশরীরে হাজির হয়ে প্রার্থীকে কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নির্বাচনে প্রার্থী হয়ে তার এলাকার ছাগলনাইয়া উপজেলার শুভপুরে শোভাযাত্রা এবং আলোচনায় অংশ নিয়ে বিধি ভঙ্গ করেন।
অনুসন্ধান কমিটির ব্যাখ্যা তলবের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলেও প্রার্থী নাসিমকে পাওয়া যায়নি।
অনুসন্ধান কমিটির কার্যালয়ের একটি সূত্র ব্যাখ্যা তলবের বিষয়টি নিশ্চিত করে জানায়, কমিটির চেয়ারম্যান কর্তৃক ব্যাখ্যা তলবের চিঠি স্বাক্ষর হওয়ার পর অফিসিয়াল প্রসেসে রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচন পূর্ব অনিয়ম নিষ্পত্তি করতে প্রতিটি আসনে একজন বিচারককে প্রধান করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখভাল করছেন।’