নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত পিকআপভ্যানে আগুন দেয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখে নেতাকর্মীদের খবর দেন। নেতাকর্মীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনও জানা যায়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।