নির্বাচন বাতিলের দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ

দ্বাদশ সংসদ নির্বাচনকে জনগণের প্রত্যাখ্যান করা প্রহসনের নির্বাচন অভিহিত করে বিক্ষোভ করেছে রংপুর জেলা বাম গণতান্ত্রিক জোট। এই নির্বাচনের ফল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বামজোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরের সামনে সমাবেশ করেন।

বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন– বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সিপিবি রংপুর মহানগর কমিটির সদস্য আবির ইয়ামিন, বাসদ নেতা মমিনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ প্রশাসনের শক্তি কাজে লাগিয়ে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করলেও জনগণ সেই নির্বাচনে অংশ নেয়নি। জনগণ এই নির্বাচন বয়কট করেছে, ফলে এই নির্বাচন একটি দলের নেতাকর্মীদের নির্বাচন হয়েছে। গণতন্ত্র রক্ষার কথা বলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের ভোট বর্জনের এই নীরব প্রতিবাদ সরকার পতনের অপ্রতিরোধ্য আন্দোলনে পরিণত হবে।’