চাপা দেওয়া ট্রলিতে আটকে ছিল শিশুশিক্ষার্থীর মরদেহ

বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল এলাকায় ইটবাহী ট্রলির চাপায় নুসরাত আক্তার নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ওই ট্রলিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত স্থানীয় আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে সাকরাল গ্রামের সোহরাব হাওলাদারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল শেষে বাড়ি ফিরছিল নুসরাত। পথে বেপরোয়া গতির ইটবাহী ট্রলি তাকে চাপা দেয়। এ সময় নুসরাতের দেহ ট্রলির সঙ্গে আটকে ছিল। এলাকাবাসীর ডাক-চিৎকারে চালক ট্রলি ফেলে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

উজিরপুর মডেল থানার ওসি জানিয়েছেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ট্রলির চালক সাকরাল গ্রামের আবেদ হাওলাদারের ছেলে কালাম হাওলাদারকে আটকের চেষ্টা চলছে।