রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বাস চলাচল বন্ধ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজির প্রতিবাদে রাজশাহী বিভাগের বাস, মিনিবাস ও কোচ রংপুর বিভাগে চলাচল বন্ধ রয়েছে। রংপুর বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার রাতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, রাতে রংপুরে মালিক-শ্রমিকদের বৈঠক আছে; সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

সমিতির নেতা আমিনুল ইসলাম জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা ও চাঁদাবাজি করা হয়। এর প্রতিবাদে কুড়িগ্রাম ও রংপুরের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনও বাস, কোচ ও মিনিবাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধ ও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের বগুড়াসহ আট জেলার কোনও বাস, কোচ ও মিনিবাস রংপুর বিভাগের দিকে ছেড়ে যায়নি। রাজশাহী বিভাগের অন্যান্য জেলার গাড়ি বগুড়া পর্যন্ত এসে ফিরে যাচ্ছে। ফলে রংপুর বিভাগের আট জেলায় যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি এবং বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, ‘গাইবান্ধার পলাশবাড়ীতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিবাদে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তারা আমাদের গাড়ি না পাঠাতো অনুরোধ করেছেন। আমরা তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাত্মতা প্রকাশ করেছি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের বগুড়াসহ আট জেলার কোনও গাড়ি রংপুর বিভাগের আট জেলায় যায়নি।’

তিনি আরও জানান, এ অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার রাতে রংপুরে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের বৈঠক হবে। সেখানে বগুড়া থেকেও প্রতিনিধিরা যাবেন। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।