বঙ্গোপসাগরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দুই জন দগ্ধ

পটুয়াখালীর কলাপাড়া এলাকায় মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রলারমাঝি সাহেব আলী ও মো. মামুন। তাদের উদ্ধার করে বর্তমানে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ট্রলারের মালিক।

ট্রলারমালিক মো. ইছা গাজি বলেন, ‘ট্রলারটি আজ সকালে আট জন জেলেকে নিয়ে সাগরে যাচ্ছিল। সাগরের এক কিলোমিটার যাওয়ার পরেই হঠাৎ আগুন ধরে যায়। মূলত এ সময় ট্রলারে রান্নার কাজ চলছিল। আগুন দেখে প্রথমে সবাই নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রলারে বিস্ফোরণ ঘটে এবং ট্রলারের ওপরের অংশ উড়ে যায়। এ সময় ইছা গাজি ও মামুন দগ্ধ হন। বাকিরা সাগরে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ট্রলারমালিক।’

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি এবং সেখানে গিয়েছি। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।’