প্রচারণা শুরুর আগেই মেয়র প্রার্থীর অভিযোগ এমপি বাহার ও তার মেয়ের বিরুদ্ধে

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের প্রচারণা শুরুর আগে মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনা ও তার বাবা এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন এক প্রার্থী। তিনি মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর টমছম ব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

মেয়র প্রার্থী তানিম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে প্রার্থী সূচনা তার বাবা এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে সভা-সমাবেশ করছেন। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। এ ছাড়াও প্রতীক পাওয়ার আগেই ওই প্রার্থীর সমর্থকরা পোস্টার লিফলেট দিয়ে প্রচারণা করছেন। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।’

কুমিল্লা নগরীতে পরিবর্তন আনার প্রসঙ্গে এই প্রার্থী বলেন, ‘কুমিল্লার মানুষ জিম্মি। কুমিল্লার সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও জিম্মি। নগরবাসীর বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে একটি পক্ষ। এসব থেকে উত্তরণের জন্য এই নির্বাচন। কুমিল্লাকে বদলানোর জন্য এই নির্বাচন। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কুমিল্লার ভাগ্য পরিবর্তনের জন্য।’

অভিযোগের বিষয়ে জানতে মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনাকে একাধিকবার ফোন করা হলেও তিনি না ধরেননি।

এ বিষয়ে কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘এবারের নির্বাচনে সবাই স্বতন্ত্র প্রার্থী। কোনও দলের প্রার্থী নেই। কেউ আমাদের প্রমাণসহ অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, ২০২২ সালে কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মেয়র পদে তানিম, সূচনা ছাড়াও সাবেক মেয়র সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন।