মোটরসাইকেলে এসএসসির কেন্দ্রে যাওয়ার পথে পরীক্ষার্থী নিহত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় মোটরসাইকেলে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়েছে। উপজেলার দাওকান্দি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার নাফিস (১৭)। তার সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ এবং আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। তাদের বাড়ি উপজেলার পালশা গ্রামে।

পালশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল বলেন, ‘নাফিস ও মাহফুজ প্রতিবেশী। দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাদের (বুধবার) ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্যে সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হয়। পথে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন মোড়ে রাখা ইটের স্তূপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যায়।’

দুর্গাপুর থানার এসআই নাসির হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তার পাশে ইট থাকার কারণে তারা সাইড দিতে পারেনি। এতে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব হাফিজুর রহমান বলেন, ‘ছেলেটির এই অপমৃত্যুতে ভীষণভাবে মর্মাহত হয়েছি। ও খুবই ভদ্র একটি ছেলে ছিল। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় আগে বলেছিল, “আমি ভালো রেজাল্ট করবো।” ’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামি পলাতক রয়েছে। আটকের জন্য অভিযান চলছে।