বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের দুই স্থলবন্দর বেনাপোল ও হিলি দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের দুই স্থলবন্দর দিয়ে কোনও আমদানি-রফতানি হবে না। সোমবার (১৮ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, ‘হিলি চেকপোস্টে ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ নেই। যথারীতি অন্য দিনের মতোই রবিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবেন।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে ভারত-বাংলাদেশ যাত্রী চলাচল স্বাভাবিক থাকছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।