বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার গাড়ি পারাপার

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ওই যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন বৃদ্ধি পেয়েছে। আর যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি এবং  মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। এ জন্য পরিবহনগুলো কিছুটা ধীরগতিতে চলাচল করছে। তবে গাড়ি কোথাও থেমে নেই।’

এদিকে, মধ্যরাত থেকে মহাসড়কে প্রায় ২৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেকে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জট খুলতে শুরু করে। বর্তমানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে।