ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন (৫২) নামে একজন নিহত এবং উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল শাহজাদাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে শাহজাদাপুর গ্রামের একটি খাসজমি নিয়ে ওই এলাকার জুয়েল মেম্বারের সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার বিরোধ চলে আসছিল। তিন দিন আগে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে ওই জমিটি জুয়েল মেম্বারের বলে তার পক্ষে রায় দিয়ে আসেন। এ ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় টেঁটা এবং ঢিলের আঘাকে ঘটনাস্থলেই জুয়েল মেম্বারের পক্ষের  কামাল উদ্দিন প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান।  আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।