লাঙ্গলবন্দে স্নানোৎসবে এসে ব্রহ্মপুত্রে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে রাজদ্বীপ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ স্নানোৎসবে এ ঘটনা ঘটে।      

মৃত রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে। ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে পরিবারের সঙ্গে স্নানোৎসবে এসে মারা যায় শিশুটি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন জানান, মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু রাজদ্বীপ মারা গেছে। গোসলে নেমে শিশুটি নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বয়স আট বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। গোছল করতে নেমে তার মৃত্যু হয়েছে।’

লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটি সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টা ২০ মিনিট থেকে পুণ্যস্নানের লগ্ন শুরু হয়েছে। শেষ হয়েছে মঙ্গলবার বিকাল ৪টা ৫৬ মিনিটে। ২০টি স্নানঘাট পুণ্যার্থীদের জন্য সংস্কার করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য ১৬টি নলকূপ স্থাপন, ১৫০টি অস্থায়ী টয়লেট নির্মাণ করেছে জেলা প্রশাসন। চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, ৫টি মেডিক্যাল টিম ও ১০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতালের ব্যবস্থা করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস। সেই সঙ্গে স্নানে আসা দর্শনার্থীদের সেবা নিশ্চিতে বেসরকারিভাবে ৬০টি সেবাক্যাম্প এবং ৪০০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। এ ছাড়া পুরো ৩ কিলোমিটার এলাকাজুড়ে ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।