অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় গোলাম কিবরিয়া রানা (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত রানা বরিশাল নগরীর ধোপাবাড়ীর মোড় এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম মৃধার ছেলে এবং বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মুরাদুল ইসলাম হিমেল।

আহতরা হলেন– বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক প্যাদার ছেলে জাহিদুল ইসলাম প্যাদা, বরিশাল নগরীর গোরস্থান রোডের সালমান হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার এবং অজ্ঞাত সিএনজি চালক।

এ বিষয়ে গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের উপজেলার সানুহার চায়না ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এক যাত্রী নিহত এবং চালকসহ তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, হানিফ পরিবহনের বাসটি আটক রয়েছে। তবে চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।