মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুজন হলেন– নুরুল আবছার (১৮) ও মো. বাবু (১৭)। তাদের বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন সাংবাদিকদের জানান, আহত দুজনের মধ্যে একজন তার এলাকার। অন্যজন পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। তাদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।