সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া পর্যটকরা

পাহাড়ে সহিংসতার ঘটনায় বৈষম্যবিরোধী জুম্ম ছাত্র সমাজের ডাকা অবরোধের কারণে চার দিন ধরে আটকে পড়া পর্যটকরা রাঙামাটির সাজেক ছেড়েছেন। মঙ্গলবার সকালে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক থেকে ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। তিনি জানান, সকালে সাজেকে অবস্থান করা সব পর্যটক নিয়ে গাড়ি ছেড়ে গেছে। বর্তমানে কোনও পর্যটক নেই।

চার দিন ধরে আটকে পড়া পর্যটকরা রাঙামাটির সাজেক ছেড়েছেনতিনি আরও জানান, খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বেশ কিছু গাড়ি খাগড়াছড়ি  পৌঁছে গেছে।

৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকায় সাজেকে আটকে পড়েন দেড় হাজারের মতো পর্যটক। এতে খাবার ও পানির সংকট তৈরি হয়েছিল।