বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিজাম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য র্যাবের গোয়েন্দা দল কাজ করছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।