গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ায় মিনারা বেগম (৬০) নামে এক ঘুমন্ত নারীর নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৬টায় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের টোক ইউনিয়নের পেওরাইদ গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় উজলী দীঘীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন জানান, যাত্রীবাহী ‘পথের সাথী পরিবহন’ কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি ইলোর বাড়ির মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় মিনারা বেগম নিহত হন। তিনি ওই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। দুর্ঘটনায় তাদের ঘরে থাকা ফ্রিজ, গ্যাসের চুলাসহ অন্যান্য আসবাব ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।
ওসি জানান, দুর্ঘটনায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মিনারা বেগম ঘটনাস্থলেই নিহত হন। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।