গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর কাশিমপুর (নয়াপাড়া) এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টায় ওই এলাকার ডিবিএল গ্রুপের মায়মন পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফায়ার ফাইটার মোহাম্মদ সুজন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়ে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে ডিবিএল গ্রুপের কারখানার ভেতরে আগুনের শিখা দেখা যায়। এ সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।