লাকসামে ইঞ্জিন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়ে গেলো মেঘনা এক্সপ্রেস

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে এ দুর্ঘটনা ঘটে। এতে নির্ধারিত সময় থেকে বিলম্বে ছেড়ে যায় ট্রেনটি।

জানা গেছে, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসে সকাল ৬টা ৪০ মিনিটে লাকসাম জংশনে প্রবেশ করে। ২০ মিনিট বিরতির পর ট্রেনটির লাকসাম থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে আবারও ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিন লাইনচ্যুতির কারণে প্রায় আড়াই ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন ব্যবহার করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রীরা।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। লাকসামে পৌঁছানোর পর ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামমুখী করতে পকেটলাইনে শান্টিং করতে গেলে সবগুলো চাকাই লাইনচ্যুত হয়ে যায়। এতে ইঞ্জিনটি পকেটলাইন পার হয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যায়। সকাল ৬টা ৪৮ মিনিটে এ  লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন আসে। এ কারণে প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে মেঘনা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।