জেলা প্রশাসনের হস্তক্ষেপে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক থেকে সংগঠনটির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেট জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেয়। এতে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, যারা বাস ভাঙচুর করেছে তারা নিহত কিশোরের পরিবারের কেউ নয়। তারা একদল দুর্বৃত্ত। তাদের সিসি ক্যামেরার ভিডিও দেখে শনাক্ত করার পাশাপাশি নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে কোনও মামলা করা হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। এরপর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ওই কিশোরের পরিবারকে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জকিগঞ্জের কামালগঞ্জ সড়কে ফুটবল খেলার সময় বাসের ধাক্কায় নবম শ্রেণির ছাত্র আবির আহমদ নিহত হয়।
জানা যায়, বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রবিবার (৩০ ডিসেম্বর) রাতে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত বাসচালক। অভিযোগে তিনি অজ্ঞাত অর্ধশত লোককে অভিযুক্ত করেছেন।
আরও খবর: সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, যাত্রীভোগান্তি চরমে