লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আরিফুর রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসুতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরিফ রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আসবাবপত্র ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রায়পুরের কেরোয়া গ্রামের বাসিন্দা আমানত উল্লাহ জানান, আরিফ স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৪ আগস্ট থেকে ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন। কেউ তাকে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাসার বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে তারাকান্দা থানার ফোন পেয়ে গিয়ে দেখা যায়, নাকে-মুখে রক্তক্ষরণ অবস্থায় পড়ে আছে আরিফের লাশ।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে আরিফের মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।’