কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বন্ধ

দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর মানুষ ঠান্ডা আর ঘন কুয়াশায় জবুথবু। পৌষ মাসে শীতের তেমন প্রকোপ না থাকলেও মাঘের শুরু থেকেই দেখা দিয়েছে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা। ফলে বিঘ্ন ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামার সিডিউলে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কোনও ফ্লাইট অবতরণ বা উড্ডয়ন করেনি। ফলে চারটি ফ্লাইটের শতাধিক ঢাকাগামী যাত্রী আটকে পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, রাত থেকেই সৈয়দপুরসহ জেলার উত্তরাঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। এর ফলে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ১০০০ মিটার আর সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং গতিবেগ নেই বললেই চলে।

সৈয়দপুর বিমানবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার আতাউর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ১০০০ মিটার। বিমান অবতরণের জন্য প্রয়োজন ন্যূনতম ১৫০০ মিটার। এ কারণে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করেনি। সকাল ১১ টা ২৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট, ১২টায় এয়ার এস্ট্রার একটি, ১২টা ৩০ মিনিটের বাংলাদেশ বিমান এবং বেলা ১টায় নভো এয়ারের একটিসহ মোট চারটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসতে পারেনি। তবে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটলে ফ্লাইটগুলো যথারীতি চলাচল করবে।’

এদিকে, বিমান না আসায় সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরে আসা শতাধিক যাত্রী আটকে পড়েছেন। তাদের মধ্যে কিছু যাত্রী ফিরে গেলেও অনেকে গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। তবে বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দরেই অবস্থান করছেন তারা।