জীবনে নিজে কখনও বিমান না চড়ে তরুণ ইলেকট্রিক মিস্ত্রির আল্ট্রা লাইট (আরসি) মডেলের একটি বিমান তৈরি করে চমক সৃষ্টি করা মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের পক্ষ থেকে নগদ সহায়তা ছাড়াও বিমান তৈরির উদ্ভাবক জুলহাস মোল্লাকে তার ইচ্ছের প্রতিফলন ঘটাতে বিমানে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে তার উদ্ভাবনী কাজে অনুপ্রেরণার জন্য তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণমাধ্যমে জুলহাসের বিশাল উদ্ভাবনী ও বুদ্ধিমত্তা দিয়ে বিমান তৈরি ও সফলভাবে তা আকাশে উ্ড্ডয়নের খবর দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তার পাশে দাাঁড়নোর নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক জুলহাসের পাশে আমরা বিএনপি পরিবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, তারেক রহমান জুলহাসের আগামীর স্বপ্নপূরণে পাশে থাকার ঘোষণাও দেন।
এদিকে, সাংসারিক অর্থনৈতিক টানাপড়েনে বেড়ে ওঠার অদম্য ইচ্ছেশক্তি নিয়ে স্বপ্নবাজ জুলহাসের টানা চার বছর অক্লান্ত পরিশ্রমে গড়া আরসি বিমানটি নীল আকাশে উড্ডয়নের দৃশ্যটি দেখতে গেলো মঙ্গলবার শিবালয়ের যমুনার পাড়ে হাজারো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লার এই অবিশ্বাস্য সফলতায় গোটা এলাকা যেন উৎসবের আমেজ বইছে। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বি কে এস উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
জুলহাস মোল্লার পাশে তারেক রহমানের সহায়তার হাত ও খোঁজখবর রাখায় ভীষণ খুশি তিনি নিজেও। সাংবাদিকদের নিজের অনুভূতি জানিয়ে জুলহাস মোল্লা বলেন, ‘সুদূর লন্ডনে বসে তার (তারেক রহমান) মতো একজন বিশাল ব্যক্তিত্ব অজপাড়া গায়ের জুলহাসের খবর রাখেন, এটি আমার জীবনে পরম প্রাপ্তি।’