ফেনীর সোনাগাজী সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৭টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।