কাভার্ডভ্যান চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহত

ফেনীর সোনাগাজী সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৭টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।