এবার ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা কুষ্টিয়া সদর উপজেরায় ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ইবি শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়ণপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আবদালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা। 

কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে, সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।’ 

এর আগে, স্থানীয় মধুপুর লক্ষ্মীপুর ও বিত্তিপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে আসেন ওইসব এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ সময় ইবি থানা স্থানান্তরের ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না।’ স্লোগান দেন তারা।

এতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের বিত্তিপাড়া, লক্ষ্মীপুর ও মধুপুরে ধীরগতির সৃষ্টি হয়। মিছিল এসে ক্যাম্পাসের সামনে জড়ো হওয়ার পর সড়ক অবরোধ করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় এক পক্ষ। 

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটি বলছেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।’