পদ্মার চরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীর চরে ধানক্ষেতে বজ্রাঘাতে জহুরুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহুরুল ইসলাম সুলতাপুর গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মার চরে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। বুধবার সকালে পাকা ধান কেটে রেখে আসেন তিনি। এরপর দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন। সে সময় হঠাৎবজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, ‘একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎবজ্রপাত হয়। এতে দুজনে উল্টে পড়ে যাই। পরে আমি ছুটে এসে দেখি চাচার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।’

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’