তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার (৪ মে) বিকালে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
শনিবার দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি জানান, ‘রংপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তিস্তা নিয়ে দীর্ঘদিনের দাবি, মহাপরিকল্পনা বাস্তবায়নে গণপদযাত্রা করবেন তারা। মহাপরিকল্পনার অংশ হিসেবে তিস্তা নদী খনন, শাসন, দুই পাড়ে আধুনিক বাঁধ নির্মাণসহ নানা দাবি তুলে ধরবেন তারা।
তিনি বলেন, ‘প্রতি বছর বন্যা খরায় তিস্তার দুই পাড়ের মানুষদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষদের সম্পদ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। দাবি আদায় না হলে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।’
পদযাত্রায় লাখো মানুষ উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– মহানগর বিএনপির আহ্বায়ক ও তিস্তা রক্ষা আন্দোলনের নেতা শামসুজ্জামান শামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিসুর রহমান লাকুসহ অন্য নেতৃবৃন্দ।