X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

নিখোঁজের ২ দিন পরে যমুনায় ভেসে উঠলো কলেজশিক্ষার্থীর মরদেহ

সিরাজগঞ্জ ও বগুড়া প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১৯:৫৯আপডেট : ১৩ জুন ২০২৫, ১৯:৫৯

নিখোঁজের দুদিন পরে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে মেরাজুল ইসলাম তমাল (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে, বগুড়া থেকে বেড়াতে এসে বুধবার (১১ জুন) বিকাল ৪টার দিকে নিখোঁজ হন তমাল।

নিহত তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, মেরাজুল ইসলাম তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামের কৃষক হারুনুর রশিদের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবির আড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। তমাল ১১ জুন সকালে বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় নানাবাড়িতে বেড়াতে যান। সেখানে মামাতো ভাইদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। গোসল করা অবস্থায় সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। এক পর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। আত্মীয়-স্বজনরা গত দু’দিন নদীর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে নিখোঁজ স্থানে তমালের মরদেহ ভেসে ওঠে। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

ঘটনা বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিখোঁজের দিন রাজশাহী থেকে একটি ডুবুরি দল আনা হয়েছিল। কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি তারা। আজ হঠাৎ নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
যমুনায় পানি বাড়ছে, দিশেহারা নদীপাড়ের মানুষ
বেড়িবাঁধ ভেঙে ফেনীর ২৫ গ্রাম প্লাবিত
গুলিস্তানে পার্কের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি ও মাছের
নাগালের বাইরে সবজি, দাম বেড়েছে মুরগি ও মাছের
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার