বগুড়ায় দুই সাংবাদিককে মারপিট ও অস্ত্র আইনের পৃথক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহর সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শনিবার সকালে তাকে শহরের মালতিনগর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎ শহরের মালতিনগর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। বিদ্যুৎ ও তার সহযোগীরা গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে শহরের জলেশ্বরীতলার জেলখানা মোড়ের একটি দোকানে জুস পান করছিলেন। সে সময় জুস অর্ডার করা নিয়ে তাদের সঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়নের বাকবিতণ্ডা হয়।
এরপর ছাত্রলীগ নেতা বিদ্যুতের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে আসা তার সহযোগীরা দুই সাংবাদিককে মারপিট করেন। এ ব্যাপারে পরদিন সদর থানায় মারপিটসহ বিভিন্ন ধারায় এবং শাজাহানপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়। পুলিশ শাজাহানপুরে অস্ত্রসহ সহযোগীকে গ্রেফতার করলেও বিদ্যুৎ পালিয়ে যান।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে শহরের মালতিনগর এলাকা থেকে আবির হাসান বিদ্যুৎকে গ্রেফতার করে। বিদ্যুৎকে শাজাহানপুর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।