কনস্টেবল নিয়োগ পরীক্ষা

রাশেদুলের প্রক্সি বিক্রম, ধরা পড়ে ১৫ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্টা শাখার (ডিবি) ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিক্রম মণ্ডল (২৩)। তিনি নওগাঁ জেলার পেরশা থানাধীন কামারধা গ্রামের বিশ্বনাথ মণ্ডলের ছেলে। চলমান ২০তম টিআরসি নিয়োগ পরীক্ষায় রাশেদুল ইসলাম (রোল নং- ১৭১০১৯৬) নামে এক চাকরি প্রার্থীর প্রতিনিধি (প্রক্সি) হিসেবে তিনি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, টিআরসি নিয়োগে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রেখেছে জেলা পুলিশ। রবিবার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রাশেদুল ইসলাম এর পরিবর্তে বিক্রম মণ্ডল প্রক্সি পরীক্ষা দিতে আসলে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। কেন্দ্রে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া পরীক্ষার্থী বিক্রমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ওসি বজলার রহমান বলেন, ‘একজন ভুয়া পরিক্ষার্থীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। মূল আবেদনকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারও সঙ্গে কোনও প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।’