‘গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যেসব সংস্কার প্রয়োজন তার ওপরই বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। আমরা আশা করছি আগামীতে ভালো নির্বাচিত সরকার আসবে।’

সোমবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরিশাল মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সম্পর্কে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলেই সব দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তায় নামছে সবাই। কেন এত অল্প সময়ের মধ্যে দাবি পূরণ করতে হবে। জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে। যে জাগরণ সৃষ্টি হয়েছে তাতে আগামীতে যারাই নির্বাচিত হয়ে আসুক তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করবে। তারা মানুষের দাবি-দাওয়ার বিষয়ে আরও বেশি সংবেদনশীল হবে।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘সড়ক অবরোধ করে ছাত্রদের দাবির কারণ আছে। তারা দেশের ভালো চায় বলেই আন্দোলন করছে। তবে সে আন্দোলন গঠনমূলক করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে ছাত্রদের বোঝাতে হবে, অভ্যুত্থান হয়ে গেছে। এখন স্বাভাবিক জায়গায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের চারটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জন্য ভালো করেছো, এখন ক্লাস রুমে ফিরে যেতে হবে। আন্দোলন একটি জায়গায় স্থির হতে হবে।’

এর আগে বরিশাল জেলার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেন উপস্থিত সুধীজন। পরিকল্পনা উপদেষ্টা তাদের দাবি বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।