সড়ক পারাপারের সময় প্রাণ গেলো নারীর

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সাজেদা বেগম (৫০)। বুধবার ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৯টার দিকে শহরের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

নিহত সাজেদা বেগম নড়াইল জেলার কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আনিস মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সাজেদা বেগম মাথায় আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’