চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্ত্রাসী আইয়ুব বাহিনীর প্রধান আইয়ুবসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলো– আইয়ুব বাহিনীর প্রধান মো. আইয়ুব (৪৬)। সে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে। অপরজনের নাম জামশেদ আলম ওরফে জসিম উদ্দিন (৫৫)। সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সুজাপুর এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রাঙ্গুনিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।’
এদিকে, শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার অভিযান পরিচালনা করে জামশেদ আলম ওরফে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। নগরীর ডাবলমুরীং থানার বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।