ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের

যশোরের মণিরামপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন ভ্যানযাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।

রবিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) এবং গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।

মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের অদূরে একটি যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হন ভ্যানের অপর তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা এলাকায় গতিরোধ করে বাসটি জব্দ ও চালক আব্দুল গণিকে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।