জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশে স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়া শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছেন। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি।’
জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পদযাত্রা শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম শহীদদের স্মরণ করে বলেন, ‘কুষ্টিয়ায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় আবরার ফাহাদ শায়িত রয়েছেন। আমরা শহীদ আবরার ফাহাদের কথা বলছি। দেশের পক্ষে কথা বলার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহীদ আপনার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি।’
এ সময় এনসিপির আহ্বায়ক আধিপত্যবাদবিরোধী জন-আকাঙ্ক্ষার রাজনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ মৈত্রী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী রাজনীতির যে আশা-আকাঙ্ক্ষা– সেই আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আমরা এগিয়ে যাবো।
‘আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। কোনও রাজনৈতিক দল, কোনও রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চাইলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জুলাই পদযাত্রাটি মেহেরপুরের উদ্দেশে রওনা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতৃবৃন্দ। এ সময় মা-বাবাসহ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।