হাবীবুর রহমান হত্যা মামলায় ৮ ছাত্রলীগ কর্মী জেলে

সিলেটসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবীবুর রহমান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরসহ ৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হোসাইন আহমদ সাগর ছাড়াও জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন- আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলাম। তরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
কোতোয়ালি থানার জিআরও পীযুষ দেবনাথ জানান, কাজী হাবীবুর রহমান হত্যা মামলার ৮ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একই দলের কর্মী কাজী হাবীবুর রহমানের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন হাবীব। ওই রাতেই মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাবীবের সহোদর কাজী জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এআর/টিএন/