তিনবছর পর বাগেরহাটে যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রায় তিনবছর পর বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে বাগেরহাট জেলা যুবলীগের ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ এই কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক হলেন মো. শাহ নেওয়াজ মোল্লা দোলন ও মো. ফারুক তালুকদার। তারা বাগেরহাট পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নবগঠিত এই আহ্বায়ক কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, হুমায়ুন কবির পলি, লিটন সরকার প্রমুখ।

প্রসঙ্গত, সংগঠন পরিপন্থি কার্যক্রমের অভিযোগে ২০১৩ সালে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছিলো।

এমও/