জানা যায়, সরকারি অর্থায়নে দর্শনা পৌরসভার পেছনে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে গত ১ ডিসেম্বর উদ্ভিদ সংগনিরোধের আধুনিক ল্যাব ও অফিস ভবন নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় তলা ভবন ঢালাইয়ের সময় কিছু অংশের পিলারে রডের বদলে বাঁশ, নিম্নমানের সিমেন্ট, খোয়া, বালু ও ইটের ব্যবহার করা হলে এলাকাবাসীর রোষানলে পড়ে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সকলের উপস্থিতিতে ভবনের কিছু অংশ ও ঢালাইকৃত শো পিলার ভেঙ্গে দেখা যায়,রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে।বিষয়টি ফলাও করে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে।অবশেষে গত সোমবার দিবাগত রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এপিএইচ/