জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধনভোলায় জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন করেছেন। জেলা জমিয়াতুন মোদারেছীনের জঙ্গিবাদবিরোধী এই মানববন্ধ ও সমাবেশের আয়োজন করে।
বুধবার সকাল ১১টায় শহরের কালিনাথ রায়ের বাজার থেকে ভোলা কলেজ পর্যন্ত দীর্ঘ এই মানবন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নেই। ইসলাম জঙ্গিবাদকে হারাম করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি মহল ইসলামের লেবাস পড়ে ইসলামের নাম দিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করছে। তাই  জঙ্গিবাদ প্রতিরোধে দেশ থেকে জঙ্গিবাদী তৎপরতা কঠোর হাতে দমন করতে হবে।
সভায় জমিয়াতুন মোদারেছীনের সভাপতি মাওলানা আবদুল খালেক সভাপতিত্বে করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

/এনএস/