বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

2বরিশালের বানারীপাড়ায় ‘এম এল ঐশী-প্লাস’ নামে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।  এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হলো।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত সন্ধ্যা নদীতে  উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ছিল ২৪। এর মধ্যে ওই লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশও ছিলো। ফলে ‘ঐশী প্লাস’ নামের লঞ্চডুবির ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে ধরা হয়। শুক্রবার সকালে এর সঙ্গে আরও তিন মরদেহ যুক্ত হয়ে এ সংখ্যা ২৬ এ দাঁড়ালো।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী প্লাস নামের ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:

বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৬ মরদেহ উদ্ধার

/বিটি/