দুদকের মামলায় কীর্তনখোলা লঞ্চের মালিক গ্রেফতার

দুদকের মামলায় গ্রেফতার মঞ্জুরুল আহসান ফেরদৌস (ডানে)বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী বিলাসবহুল ‘কীর্তনখোলা’ লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠিকাদারি কাজ না করেই এক কোটি দুই লাখ টাকা আত্মসাতের মামলায় বুধবার বরিশাল নগরীর নবগ্রাম সড়কের চৌমাথা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন জানান, মঞ্জুরুল আহসান ফেরদৌসের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মঞ্জুরুল আহসান এন্ড কোম্পানি’ সুনামগঞ্জের একটি প্রকল্পের টাকা আত্মসাৎ করে। এ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদি হয়ে দুর্নীতি দমন আইনে মামলা করেন। তাতে ফেরদৌসসহ আসামি করা হয় ১০ জনকে। ওই মামলায় ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বরিশালের ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এআরএল/

আরও পড়ুন: 

গাঁজা নিয়ে খুনোখুনি!