বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গ্রেফতারের প্রতীকী ছবিবরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার কন্সটেবল হেলালউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তিনি ওই থানার ওয়ারলেস অপারেটর হিসেবে কাজ করেন। স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পোরয়ানা জারি করেছে আদালত।
বুধবার বরিশালের মুখ্য মহানগর হাকিমের আদালতে হেলালউদ্দিনের স্ত্রী শিরিনা বেগম যৌতুক ও নির্যাতনের অভিযোগে নালিশি মামলায় বুধবার বিচারক মো. আলী হোসাইন এ পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় কন্সটেবল হেলালউদ্দিন, তার বাবা মৌলভী মো. ইদ্রিস, ভাই মো. মনির হোসেন ও খোকনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০০৭ সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ২ লাখ টাকা যৌতুক নেয় হেলালউদ্দিন। পরে আরও ৩ লাখ টাকা যৌতুকের দাবি করে। ওই টাকা না দেওয়ায় স্ত্রীকে সে বাসা থেকে বের করে দেয়।

গত ১৭ অক্টোবর এ বিষয়ে সালিশ মীমাংসা বৈঠক করা হয়। কিন্তু যৌতুক দেওয়া না হলে হেলালউদ্দিন পুনরায় বিয়ে করার হুমকি দেয়। তাই মামলা করেন স্ত্রী শিরিন।

/এনএস/