সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ

বরগুনাসুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। তারা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র‌্যাবের কাছে আত্মসমর্পণ করবেন।

বৃহস্পতিবার (২০অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউজ ময়দানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন সাগর বাহিনীর সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান এ তথ্য জানান। তিনি আরও জানান, সাগর বাহিনীর প্রধান আলমগীর হোসেন খোকনসহ ১৩ জলদস্যু আত্মসমর্পণ করবে। এ সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেবেন বলেও কথা রয়েছে।

মেজর আদনান জানান, বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জলদস্যু বাহিনী সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

আরও পড়ুন- 


জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের রশি টানাটানিতে বিপাকে শিক্ষার্থীরা

/এফএস/