আপন ভাইদের মধ্যেও মতভেদ হয়, র‌্যাব-পুলিশে হতেই পারে: আইজিপি

বরিশালে আইজিপিবাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেছেন, ‘র‌্যাব ও পুলিশ কখনোই আলাদা নয়। একই পরিবারের সদস্য আমরা। র‌্যাব-পুলিশের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব থাকবেই বা কেন, র‌্যাব পুলিশেরই একটি ইউনিট। একটি পরিবারের মধ্যে যেমন আপন ভাইদের মধ্যে মতভেদ হয়, তেমনি আমাদের মধ্যেও তেমন কিছু হতেই পারে।’

শুক্রবার ঝালকাঠি যাওয়ার পথে বরিশালে যাত্রা বিরতিতে বেলা সাড়ে ১১টায় বরিশাল আর আর এফ পুলিশ লাইন্সের নবমির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

আইজিপি বলেন, ‘র‌্যাব একটি এলিট ফোর্স। সেটা আমাদেরই একটি ইউনিট। আমরা একই পারিবারের সদস্য হিসাবেই কাজ করছি। আর আমাদের এখন একটিই কাজ। সেটা হল, সন্ত্রাস দমন করা।’

এসময় আইজিপি শহীদুল হক আরও বলেন, ‘দেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ রোধে আমরা একসঙ্গে কাজ করছি। এতে বিভিন্ন পথ-পন্থা-পদ্ধতি নিয়ে মতভেদ হলেও আমরা এক, আমাদের উদ্দেশ্য এক।’

নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ আকরাম হোসেন, বিএমপি কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার সায়েদুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) হাবিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল প্রমুখ।

আরও পড়ুন- 

‘দুই কন্যাকে নিয়ে আমি গর্বিত’

পেট্রোল বোমাসহ চার হুজি সদস্য আটক

/এফএস/