মুক্তিযোদ্ধাকে হত্যার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় বিক্ষোভ

মুক্তিযোদ্ধাকে হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধনমুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে হত্যার প্রতিবাদে পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।  বুধবার সকালে শহীদ মিনার সড়কে ভাণ্ডারিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান বিশ্বাস, ভিটাবাড়ীয়া মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আব্দুল কাদের মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-এর সভাপতি শিমুল রেজা, ওয়ালিদ হোসেন। বক্তারা মুক্তিযোদ্ধা সালাম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত আব্দুস ছালাম খান পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

প্রসঙ্গত, সোমবার বিকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৬ নং সাতুরিয়া ওয়ার্ড ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু ও ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ আলম তার সহযোগীদের নিয়ে মুক্তিযোদ্ধা আ. সালাম খানকে সাতুরিয়া গ্রামের আমতলা ঈদগাহ মাঠসংলগ্ন বকুলতলা এলাকায় দুই দফা মারধর করে আহত করে। এরপর তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে ভর্তি। এ সময় তারা প্রচার করে মুক্তিযোদ্ধা আ. সালাম খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। স্বজনরা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন।  রাতে সালাম খান মারা যান। হত্যার অভিযোগ পেয়ে মঙ্গলবার জানাজাস্থল থেকে পুলিশ সালাম খানের লাশ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ ১১ জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।

 আরও পড়ুন:

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, জানাজা থেকে লাশ উদ্ধার

/বিটি/