জেলা পরিষদ নির্বাচন: পিরোজপুরে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন জমা

Pirojpur nirbachon
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল  মাসুদ।

এদিকে, নির্বাচনে ১৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১ জন প্রার্থী আর পাঁচটি সংরক্ষিত আসনের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম  জেলা রিটার্নিং অফিসার ও পিরোজপুরে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট চন্ডী চরণ পাল, পিরোজপুর পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

এরপর কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান মহারাজের পক্ষে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মলিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক খোকন জেলা নির্বাচন অফিসার মো. আরিফুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে বুধবার মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ।

আরও পড়ুন:
বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী

 

/বিটি/